‘একটা ভোটও কারচুপির চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ করা হবে’ | Daily Chandni Bazar ‘একটা ভোটও কারচুপির চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ করা হবে’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৫:১৫
‘একটা ভোটও কারচুপির চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ করা হবে’
অনলাইন ডেস্ক

‘একটা ভোটও কারচুপির চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ করা হবে’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বরিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে। একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট বন্ধ করে দেয়া হবে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছ, আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে।’

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন