
গুড়া সদর ও কাহালুতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এই দুই দুর্ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন ৪ জন। নিহতদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা আছে।
শনিবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পালশায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মোকাদ্দেছ হোসেন (২২) নিহত হোন। তিনি দিনাজপুর জেলার হাকিমপুরের ছোট ডাংগাপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। এছাড়াও আরেক অরোহী ইমরান হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। তিনি গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জের শহরগুছি গ্রামের ফজর আলীর ছেলে।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, সকালে দুই বন্ধু মোকাচ্ছেদ ও ইমরান মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোকাদ্দেছ মারা যান। ইমরানকে আহত অবস্থায় শজিমেক ও হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থাও আশংকাজনক।
পরিদর্শক মো. শাহীনুজ্জামান আরও বলেন, এই বিষয়ে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
এরআগে শুক্রবার দিবাগত রাতে কাহালুর শীতলাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অলিউর রহমান আলিফ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বগুড়া শহরের সুত্রাপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ও বাংলাদেশ ব্যাংক বগুড়ার উপ-পরিচালক কোহিনুর বেগমের ছেলে। দুর্ঘটনায় আতাউর (২২), রিতা (২২) ও সোহান (২১) নামে আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা বগুড়া শজিমেক ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, নিহত আলিফ তাঁর ব্যবহৃত পাজেরো গাড়িতে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হোন। উপজেলার কাহালু-তিনমাথা সড়কে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সঙ্গে থাকা গাছে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন