টাঙ্গাইলে নৌকার নির্বাচনী মিছিলে গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর তিনজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন (৩০), কর্মী এমদাদুল (৩২) ও মো. সিয়াম (১৮)।
আহতদের ঢামেকে নিয়ে আসা মো. তারেক বলেন, টাঙ্গাইল সদরের জুগলি হাটখোলা এলাকা নির্বাচনী সভায় নৌকার সমর্থিত কর্মীদের ওপরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হামলায় করে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এর আগে রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কামুক্ত।
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-৫ আসনে এমপি নির্বাচিত হন ছানোয়ার হোসেন। তবে এবার তাকে সরিয়ে ওই আসনে মামুনুর রশিদকে নৌকার মাঝি করেছে আওয়ামী লীগ। ফলে এবার ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ছানোয়ার।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন