কাজীপুর-ধুনট সড়কের কড়ি গাছ যেন মরণফাঁদ! | Daily Chandni Bazar কাজীপুর-ধুনট সড়কের কড়ি গাছ যেন মরণফাঁদ! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৩ ২২:৪২
কাজীপুর-ধুনট সড়কের কড়ি গাছ যেন মরণফাঁদ!
আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

কাজীপুর-ধুনট সড়কের কড়ি গাছ যেন মরণফাঁদ!

কাজীপুর-ধুনট প্রধান সড়কের দু'পাশের দুইটি কড়ি গাছ যেন এখন মরণফাঁদে পরিনত হয়েছে। প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হতে হচ্ছে যাত্রীবাহী ও মালবাহী গাড়িগুলো।

সরেজমিন দেখা যায়, কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের কাজীপুর-ধুনট সড়কের পাইকপাড়া মোড়ে দুইটি পুরাতন কড়ি দু-পাশ থেকে সড়কের দিকে হেলে রয়েছে। এতে দেখা যায়, একটি গাড়ি এক পাশ থেকে যেতে না যেতেই বিপরীত  গাছটির প্রায় সম্মুখীন হয়ে মোড় নিতে হয়। বিপাকে পড়ে যায় বিপরীতমুখী গাড়িগুলো। যার কারনে স্পীডে থাকা গাড়িগুলো মারাত্মক দূর্ঘটনার শিকার হয়।
স্থানীয়রা জানান, গত কয়েকমাসে বেশ কয়টি দূর্ঘটনা ঘটে এই এলাকায়। এতে কয়েকজনের প্রাণহানীও ঘটেছে। এলাকাবাসীর দাবী গাছগুলো যেন অপসারণ করা হয়।
পাইকপাড়া গ্রামের শাহ আলম জানান, রাস্তার পাশ দিয়ে হেটে যেতেই আমাদের ভয় হয়। গাড়িগুলো মোড়ে এসেই যেনো হেলে যেতে থাকে।
ট্রাক চালক নূর আলম বলেন, আমরা রাত-দিন বালু পরিবহন করি। বেশিরভাগ সময়ই এই গাছের কথা মনে থাকে না। যার কারনে গাড়ি এক মোড় পাড় হতেই অন্য মোড়ের গাছটির সাথে গাড়ির একপাশ ঘষা লেগে যায়।
সিএনজি চালক আশাদুল ইসলাম বলেন, আমাদের বেশির ভাগ সময় রাতে রোগী নিয়ে শেরপুর-বগুড়া যেতে হয়। মাঝরাতে বড় গাড়ি গুলো চলাচল করে এতে আমাদের এই মোড় হয়ে যেতে সমস্যা হয়।
এবিষয়ে কাজীপুর উপজেলা বন কর্মকর্তা কামরুল হাসান জানান, গাছ দুটির বিষয়ে অবগত রয়েছি। গাছ দুটির বর্তমান মালিক সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। তারা যদি গাছ কর্তনের জন্য আবেদন প্রেরণ করেন তাহলে আমি মূল্য নির্ধারণ করে গাছ কর্তনের ব্যবস্থা করবো।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন