বগুড়ায় পা-বিচ্ছিন্নসহ হত্যা মামলার আসামী মঞ্জু গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় পা-বিচ্ছিন্নসহ হত্যা মামলার আসামী মঞ্জু গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৩ ২২:৪৪
বগুড়ায় পা-বিচ্ছিন্নসহ হত্যা মামলার আসামী মঞ্জু গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় পা-বিচ্ছিন্নসহ হত্যা মামলার আসামী মঞ্জু গ্রেফতার

বগুড়ায় ২৫শে ডিসেম্বর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গত ৬ই ডিসেম্বর সোনাতলা থানায় ভিকটিমের ভাই আঃ মতিন একটি অভিযোগ দায়ের করেন যে,সোনাতলা উপজেলার করমজা গ্রামের ভিকটিম আঃ রশিদ (৪৫) এর সাথে আসামী  মুঞ্জু মিয়া (৩৪) টাকা নিয়ে দীর্ঘদিন যাবত ঝগড়া করে। তারই সূত্র ধরে ভিকটিম তার কর্মস্থলে যাওয়ার জন্য সোনাতলা থানার করমজা দক্ষিণ পাড়া গ্রামের খালেকের দোকান সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছাতেই আসামী পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমকে এলোপাথারী ভাবে মারপিটসহ হত্যার উদ্দেশ্যে হাসুয়া,লোহার রড দিয়ে গুরুতর জখম করে। ভিকটিমের একটি পা শরীর হতে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সোনাতলা থানায় ০৫ নাম্বার একটি মামলা দায়ের করা হয়।  ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১২ আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই সূত্র ধরে র‌্যাব-১২ বগুড়ার চৌকস একটি টহল দল বগুড়া সদর থানার এরুলিয়া বানদিঘি এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামী মঞ্জু মিয়া পিতা-মৃত টুকু প্রাং,সাং-করমজা,থানা-সোনাতলা,বগুড়াকে গ্রেফতার করে। উক্ত ধৃত আসামী গ্রেফতার এড়াতে ও মামলার সাজা হইতে পরিত্রান পাইতে স্থানীয় আত্মীয়-স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে আত্ম গোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীগণকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানা যায়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন