হলুদ সাংবাদিকতা রুখতে প্রকৃত সাংবাদিকদের তালিকা করা হচ্ছে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান | Daily Chandni Bazar হলুদ সাংবাদিকতা রুখতে প্রকৃত সাংবাদিকদের তালিকা করা হচ্ছে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৩ ২১:২২
হলুদ সাংবাদিকতা রুখতে প্রকৃত সাংবাদিকদের তালিকা করা হচ্ছে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান
অনলাইন ডেস্ক

হলুদ সাংবাদিকতা রুখতে প্রকৃত সাংবাদিকদের তালিকা করা হচ্ছে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘প্রকৃত সাংবাদিকদের তালিকা না থাকায় অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকদের প্রতিরোধ করা যাচ্ছে না। এজন্য প্রেস কাউন্সিলের পক্ষ থেকে তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে

৬৪টি জেলার মধ্যে এ পর্যন্ত ৩৩টি জেলার সাংবাদিকদের কাছ থেকে তালিকা পাওয়া গেছে।
মঙ্গলবার বগুড়া সার্কিট হাউজে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ প্রশিক্ষণ কর্মশালায় বিচারপতি মো. নিজামুল হক নাসিম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে বগুড়া সার্কিট হাউজে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দু’টি সেশনে ‘সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি’ এবং ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর আলোকে সাংবাদিকদের করণীয়’ তুলে ধরা হয়। প্রথম সেশনে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (সরকারের অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার এবং দ্বিতীয় সেশনে রিসোস পার্সন হিসেবে বক্তৃতা করেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। 
এসময় বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, প্রেস কাউন্সিল আইনে সাংবাদিকদের ভুলের শাস্তি হিসেবে শুধু তিরস্কার এর বিধান থাকায় ভুক্তভোগীরা বিচার চাইতে প্রেস কাউন্সিলের পরিবর্তে আদালতের দ্বারস্থ হচ্ছেন। এতে সাংবাদিকদের কিছুটা হলেও মর্যাদা হানি হচ্ছে। সে কারণে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনটি এখন সংসদে পাশের অপেক্ষায় রয়েছে। তিনি সাংবাদিকদেরকে দেশের নিঃস্ব, অসহায় এবং পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে বলেন, ‘তাদের কিছুই নেই তাদের পাশে দাঁড়ানো তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরা আপনাদের দায়িত্ব।’
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্নিগ্ধ আখতার। কর্মশালায় বগুড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। রিসোর্স পার্সনদের বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সিনিয়র সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য শংকর, মিলন রহমান, আরিফ রেহমান, মোহন আখন্দ, মেহেরুল ইসলাম সুজন, হেদায়েতুল ইসলাম বাবু ও সাজ্জাদ হোসেন পল্লব, সাবু ইসলাম, সঞ্জু রায়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন