দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা | Daily Chandni Bazar দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০১
দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা

দুপচাঁচিয়া পৌসরভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের অবসরজণিত বিদায় সংবর্ধনা দুপচাঁচিয়া পৌর পরিষদ ও পৌর সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।  গত ২৮ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামালের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র ইদ্রিস আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র মহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিসাব কর্মকর্তা দেওয়ান আহসানুল রাশেদ, প্রাক্তন সহকারী প্রকৌশলী জামিনুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জাহানারা বেগম, মহিলা কাউন্সিলর নিপা বেগম, শিল্পী বেগম, কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, আব্দুস সালাম আলম সহ পৌর সার্ভিস এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। পরে বিদায়ী অতিথিকে পৌর পরিষদ, পৌর সার্ভিস এসোসিয়েশন ও পৌর প্রকৌশল শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন