
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে বিজয়ী করার লক্ষ্যে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)) বিকাল ৩ টায় এ.আর কনভেনশন হলে উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জামিল আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি এ্যাড. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পীরজাদা আবু সুফিয়ান মন্ডল, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ও কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, যুগ্ন আহবায়ক পীরজাদা ওহাব, সাপমারা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক তারিকুল বাশার দুলাল, গুমানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আজমল হোসেন মন্ডল ও যুগ্ন আহবায়ক হাফিজ, কাটবাড়ি যুবলীগের যুগ্ন আহবায়ক আতাবর সরকার আতবর, শাখাহার ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারিকুজ্জামান সাগর, কামারদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি চঞ্চল সরকার ও জসিম উদ্দিন শেখ ঝোটন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীবৃন্দ।
সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ীর লক্ষে বিভিন্ন নির্বাচনী প্রচারণা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডুর আহবানে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র-১ শাহিন্দ আকন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন