বিদেশি পর্যবেক্ষকদের জন্য শাহজালালে অভ্যর্থনা লাউঞ্জ | Daily Chandni Bazar বিদেশি পর্যবেক্ষকদের জন্য শাহজালালে অভ্যর্থনা লাউঞ্জ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩২
বিদেশি পর্যবেক্ষকদের জন্য শাহজালালে অভ্যর্থনা লাউঞ্জ
অনলাইন ডেস্ক

বিদেশি পর্যবেক্ষকদের জন্য শাহজালালে অভ্যর্থনা লাউঞ্জ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা লাউঞ্জ স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগত প্রতিনিধিদের জন্য ইমিগ্রেশন এলাকার ঠিক আগে লাউঞ্জটি স্থাপন করা হয়েছে। তাদের সহায়তা করার জন্য তথ্য প্যাকেজ এবং হোস্ট কর্মকর্তারা প্রস্তুত থাকবেন।

যেকোনো অতিরিক্ত তথ্যের জন্য অগ্রহীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এইচ এম মাসুম বিল্লাহর সঙ্গে ই-মেইলে ([email protected]) এবং +৮৮০১৭৫৪-০৬৮৫২০ নাম্বারে যোগাযোগ করার কথা জানানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন