
বগুড়ার শিবগঞ্জে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শিবগঞ্জ পৌর মার্কেটের ২য় তলায় এসব সংগঠনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের বর্ধিত সভা শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খ.ম. শামসুজ্জোহা শামীম। আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগ নেতা রেজাওয়ানুল পিন্টু, মাসুদ রানা, মারুফ হোসেন সহ ১২টি ইউনিয়নের যুবলীগ সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু কায়েব, ইমামুল মোস্তাক জয় প্রমূখ।
উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষকলীগ সাধারণ সম্পাদক মাস্টার শাহীনুর আলম, আহম্মদ আলী, মাহবুবুর রহমান প্রমূখ।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাসুদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, শ্রমিক লীগ নেতা মজনু মিয়া প্রমূখ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা রাকিব হাসান, সিজান রহমান প্রমূখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন