সাঘাটায় চাদাঁ না দেওয়ায় যুবককে মারপিটের অভিযোগ। | Daily Chandni Bazar সাঘাটায় চাদাঁ না দেওয়ায় যুবককে মারপিটের অভিযোগ। | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৩ ২৩:৩২
সাঘাটায় চাদাঁ না দেওয়ায় যুবককে মারপিটের অভিযোগ।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

সাঘাটায় চাদাঁ না দেওয়ায় যুবককে মারপিটের অভিযোগ।

গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্ল্যা ভরতখালীতে চাদা দিতে অস্বীকার করায় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতানকে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
সাঘাটা থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উল্ল্যা ভরতখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুস সাত্তারের পুত্র বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতানের কাছে উত্তর উল্ল্যা গ্রামের বেলাল, আ: রহমান,সম্্রাট ও শাহিন মোটা অংকের চাদা দাবি করে। দাবিকৃত চাদাঁর টাকা না দেওয়ায় ২৮ ডিসেম্বর রাত ৯ টা ৩০ মিনিটে ভরতখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন নির্জন স্থানে টিপু সুলতানকে একা পেয়ে রড, লাঠি-সোটা ও ধারালো অস্ত্র দিয়ে তাকে বেদম এলোপাতারি মারপিট করে রক্তাক্ত জখম করে। টিপু সুলতান বর্তমানে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল ইসলাম অভিযোগপত্র পাওয়ার  কথা নিশ্চিত করেছেন।