
বগুড়ার শিবগঞ্জ মুক্তির আলো তৃতীয় লিঙ্গ জীবন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ার ইসলাম রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সংস্থার সভাপতি মাসুম ইসলাম মিন্টু ওরফে মুক্তা। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সদস্য জাহিদুল ইসলাম ওরফে জুই, মুকুল ওরফে মুক্তি, ইউসুফ ওরফে মিষ্টি, মাসুদ ওরফে শিমলা, আলিম ওরফে আলিয়া। সাক্ষাতকালে রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ার ইসলাম রানী বলেন, তৃতীয় লিঙ্গ সম্প্রদায় গোটা বিশ্বে একটি সংগঠন নিয়ে কাজ করে যাচ্ছে। এই সংগঠন মানবিক ও সামাজিক মান উন্নয়নে সরকারের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ব্যাপক সুবিধা প্রদান করেছে। এই সরকারের সময় তৃতীয় লিঙ্গের সদস্যরা বয়স্কভাতা, ভূমি ও গৃহহীন হিজরাদের বাসস্থানের ব্যবস্থা করেছেন। তাই তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের পক্ষ থেকে আমি জাতীয় সংসদ নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয় লিঙ্গের অবহেলিত নির্যাতিত সদস্যদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা এবং আমাদের নায্য দাবী আদায়ে এই নির্বাচন করছি। আমাদের অধিকার আদায়ে আপনারা আমার পাশে থাকবেন বলে আশা রাখি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন