
বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কথা চিন্তা করে আবারো আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আগামী ৭ জানুয়ারী আপনারা নৌকায় ভোট দিয়ে আপনাদের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অনুরোধ করছি। দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে সোমবার (১ জানুয়ারি ২০২৪) সন্ধায় বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পলাশবাড়ী স্কুল মাঠ প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক এর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, শ্রম বিষয়ক সম্পাদক আমজাদআলী, সদস্য ও জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ, সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নুর ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রভাষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শামিম ফিরোজ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খাইর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পি।সভাটির পরিচালনা করেন পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন