নির্বাচন কমিশনের নির্দেশে পাবনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২ মামলা | Daily Chandni Bazar নির্বাচন কমিশনের নির্দেশে পাবনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২ মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২৪ ২১:৩৯
নির্বাচন কমিশনের নির্দেশে পাবনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২ মামলা
পাবনা প্রতিনিধি :

নির্বাচন কমিশনের নির্দেশে পাবনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২ মামলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু ও পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার ৪ নং আমলী আদালত এবং রাতে চাটমোহর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান ও চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন মামলা দায়েরের এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, নির্বাচন কমিশনের নির্দেশে তিনি নিজে বাদি হয়ে মন্ডতোষ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টুর বিরুদ্ধে ৪ নং আমলী আদালত (চাটমোহর-ভাঙ্গুড়া) এ মামলা করেন।

তিনি আরো জানান, আদালতের বিচারক ফারহানা ইয়ামীম মামলাটি আমলে নিয়ে শুনানী শেষে আসামীর বিরুদ্ধে সমন জারী করেন। আগামী ১৪ জানুয়ারি আসামী নুর ইসলাম মিন্টুকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৭ ডিসেম্বর ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় মন্ডতোষ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু বক্তব্য দেন, ‘ভোট হবে একমাত্র নৌকার, এর বাইরে কোনো লোক বা এজেন্ট থাকবে না। আফসারের সাঙ্গ পাঙ্গদের হাড়-হাড্ডি ভেঙ্গে এলাকা থেকে শেষ করে দিবেন’ মর্মে হুমকি ও উষ্কানীমুলক বক্তব্য প্রদান করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন