কাহালুতে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত মেয়ে গুরুত্বর আহত | Daily Chandni Bazar কাহালুতে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত মেয়ে গুরুত্বর আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২৪ ২১:৪৯
কাহালুতে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত মেয়ে গুরুত্বর আহত
নিজস্ব প্রতিবেদক

কাহালুতে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত
মেয়ে গুরুত্বর আহত

বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর বিরকেদার গার্ডেন ভিউ এলাকায় গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী আওলাদ হোসেন (৩৬) নামক এক ব্যক্তি নিহত হয়। এসময় তার মেয়ে আবিদা সুলতানা আলো (১৩) গুরুত্বর আহত হয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, ঐদিন আওলাদ হোসেন মোটর সাইকেলে করে তার মেয়েকে নিয়ে দুপচাঁচিয়ায় যাওয়ার সময় বিপরীত মূখী একটি ট্রাকের সাথে মূখো-মূখী সংর্ঘষের ঘটে বাবা ও মেয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদেও দুপচাঁচিয়া হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা আওলাদকে মৃত্যু ঘোষনা করেন। এবং কন্যা আলোকে বগুড়া শজিমেক হাসপাতাল প্রেরণ করেন। আওলাদ হোসেন কাহালু উপজেলার আড়োবাড়ী গ্রামের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মমতাজুর রহমানের ছেলে এবং কাহালু প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক সাহিন সরদারের শ্যালক।
       সড়ক দুঘটনায় নিহতের আতœার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন, কাহালু প্রেসক্লাবে পক্ষে সভাপতি ইউনূস আলী টনি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন