পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জরিমানা গুনলেন স্বতন্ত্র প্রার্থী | Daily Chandni Bazar পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জরিমানা গুনলেন স্বতন্ত্র প্রার্থী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৪ ১০:৪৪
পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জরিমানা গুনলেন স্বতন্ত্র প্রার্থী
অনলাইন ডেস্ক

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জরিমানা গুনলেন স্বতন্ত্র প্রার্থী

দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং ফুটপাতে নির্বাচনী ক্যাম্প বসিয়ে জরিমানা গুনলেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী কিষাণ।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মোহরা কামাল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী তাকে এ জরিমানা করেন।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী। পাশাপাশি কামাল বাজার এলাকায় ফুটপাত দখল করে নির্বাচনী ক্যাম্প করেছেন। এসব অপরাধে মঙ্গলবার সন্ধ্যা ৬-৭টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রার্থী বিজয় কুমার চৌধুরীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রার্থী জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

তিনি বলেন, প্রার্থী জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর পরিপন্থি কার্যক্রম করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাকে এই দণ্ড দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি দিয়ে সোমবার (১ জানুয়ারি) স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেন স্বতন্ত্র প্রতীকের প্রার্থী বিজয় কুমার চৌধুরী।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন