জমজমের পানি বিক্রির দায়ে তিন লাখ টাকা জারিমানা | Daily Chandni Bazar জমজমের পানি বিক্রির দায়ে তিন লাখ টাকা জারিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৪ ২২:২১
জমজমের পানি বিক্রির দায়ে তিন লাখ টাকা জারিমানা
অনলাইন ডেস্ক

জমজমের পানি বিক্রির দায়ে তিন লাখ টাকা জারিমানা

রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জারিমান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

প্রতিষ্ঠানটি সরাসরি পণ্য বিক্রির পাশাপাশি সামাজিক মাধ্যমে এসব পণ্য বিক্রি করতো। এছাড়া প্রতিষ্ঠানটি জায়নামাজসহ অন্য ইসলামিক পণ্য বিক্রি করতো।

আব্দুল জব্বার মন্ডল বলেন, হারামাইন স্টোর নামে প্রতিষ্ঠানটি জমজমের পানি, খেজুর, ত্বিন ফল বিক্রি করছিল দীর্ঘদিন ধরে। যদিও এসবের সঠিক আমদানির কাগজ দেখাতে পারেনি। অনেক পণ্যের মেয়াদও ছিল না।

এছাড়া অনলাইনে পণ্য বিক্রির জন্য তারা নানান ধরনের মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য দিয়েছে ক্রেতাদের।

ওই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ এসব পণ্যের সন্ধান পাওয়া যায়। পরে ভোক্তা অধিকারের আইনে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন