
৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল শনিবার বগুড়া গাবতলীর সোন্দাবাড়ী আজাদ হাইস্কুল, নাড়–য়ামালা হাইস্কুল ভোটকেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সাধারণ মানুষদের সাথে কথা বলে সার্বিকভাবে খোঁজখবর নেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকল প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য বাহিনী প্রস্তুত আছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটারা নির্বিঘেœ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। ভোটারদের কোন সমস্যা হবে না। এই নির্বাচন অবাধ সুষ্ঠু, সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব ব্যবস্থা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মাহমুদুল হাসান,
সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন, ওসি (তদন্ত) শুকুর আলী, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যালেন মেয়র শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন