
বগুড়ার শিবগঞ্জ ০২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট এবং সহকারি রিটানিং অফিসার তাহমিনা আক্তার জানান, বগুড়ার শিবগঞ্জ ০২ আসনে ১১০টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। কেন্দ্রে গুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য নি:ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আসনে ৪জন নির্বাহী ম্যাজিস্টেট ভোট চলাকালীন সময়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করবেন। কেন্দ্রগুলোতে ১২ জন আনছার, ২ জন পুলিশ সদস্য ভোট গণনা পর্যন্ত নিরাপত্তা প্রদান করিবেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব সার্বক্ষণিক টহলরত অবস্থায় দায়িত্ব পালন করবেন। ভোট গ্রহনে বাঁধা প্রদান ও বিশৃঙ্খলা সৃষ্টি করিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন