সোমবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে | Daily Chandni Bazar সোমবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২৪ ১৪:৪৬
সোমবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে
অনলাইন ডেস্ক

সোমবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে

সোমবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ স্থানে রাতের তাপমাত্রা বেড়েছে। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় ও উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সামায়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছেন ওমর ফারুক।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন