নওগাঁ-৬ আসন: নৌকার প্রার্থীকে হারিয়ে এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সুমন | Daily Chandni Bazar নওগাঁ-৬ আসন: নৌকার প্রার্থীকে হারিয়ে এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সুমন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২৪ ০৩:২৮
নওগাঁ-৬ আসন: নৌকার প্রার্থীকে হারিয়ে এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সুমন
স্টাফ রিপোর্টার রাণীনগর :

নওগাঁ-৬ আসন: নৌকার প্রার্থীকে হারিয়ে এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে নৌকার প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) এ্যাড. ওমর ফারুক সুমন। ৬ হাজার ৭শ’ ৪৬ ভোট বেশি পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ নির্বাচনের ভোট গ্রহণ। রাত সাড়ে ৮টায় রাণীনগর ও আত্রাই উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া বেসরকারি ফলাফলে তথ্য জানা গেছে। 

এ্যাড. ওমর ফারুক সুমন নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক। তার বাড়ি নওগাঁ-৬ আসনের আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে।

বিজয়ী প্রার্থী এ্যাড. ওমর ফারুক সুমন মোট ৭৬ হাজার ৭শ ১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ মনোনীত (নৌকা মার্কা) প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯শ’ ৭১ ভোট। ৬ হাজার ৭শ’ ৪৬ ভোটোর ব্যবধানে এমপি নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. ওমর ফারুক সুমন। এ নির্বাচনে নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র, তৃনমূল বিএনপি, ন্যাশনাল পিপল্স পার্টি ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে ভোট শুরু পর থেকে শেষ পর্যন্ত এ আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অপ্রিতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন।

রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৯৭৩ জন। রাণীনগর উপজেলায় ৫৪টি ভোট কেন্দ্রে ও আত্রাই উপজেলায় ৬০টি ভোট কেন্দ্রসহ মোট ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলায় ৫৪টি ভোট কেন্দ্রে ভোট সংগ্রহ হয়েছে ৪৪.৪৬ পারসেন্ট ও আত্রাই উপজেলায় ৬০টি কেন্দ্রে ভোট সংগ্রহ হয়েছে ৪৮.৯৪ পারসেন্ট।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন