বগুড়া-৬ আসনে আবারও এমপি হলেন রিপু | Daily Chandni Bazar বগুড়া-৬ আসনে আবারও এমপি হলেন রিপু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২৪ ০৩:৪৪
বগুড়া-৬ আসনে আবারও এমপি হলেন রিপু
অনলাইন ডেস্ক

বগুড়া-৬ আসনে আবারও এমপি হলেন রিপু

বগুড়া-৬ (সদর) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। ১৪৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৫৩ হাজার ২২৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে আব্দুল মান্নান আকন্দ ২২ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। এ নিয়ে পরপর টানা দুইবার এমপি নির্বাচিত হলেন তিনি।

এর আগে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া সদর আসনের উপনির্বাচনে ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন তিনি।

বগুড়া সদর আসনে অন্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহমেদ ১০ হাজার ১৭৯ ভোট, জাপার আজিজ আহম্মেদ ৮৬২ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির শহিদুল ইসলাম ৩৭১টি ভোট পেয়েছেন।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলেছে।

বগুড়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া-৬ আসনে ২১ শতাংশ ভোট পড়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন