শাজাহানপুরে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে সচেতন এলাকাবাসীর মানববন্ধন! | Daily Chandni Bazar শাজাহানপুরে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে সচেতন এলাকাবাসীর মানববন্ধন! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৪ ২২:৫৭
শাজাহানপুরে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে সচেতন এলাকাবাসীর মানববন্ধন!
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শাজাহানপুরে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে সচেতন এলাকাবাসীর মানববন্ধন!

বগুড়ার শাজাহানপুরের লক্ষীকোলা শাহ্ রওশন জালাল উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির নানা অনিয়ম ও অবৈধভাবে গোপনে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১২ টায় সচেতন গ্রামবাসির আয়োজনে অত্র প্রতিষ্ঠানের মেইন ফটকে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তাগণ বলেন, অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও সভাপতি হাসিবুর রহমান বাদল বিদ‍্যালয়ের গাছ কাটা এবং কারিগর শাখা খোলার কথা বলে দশ থেকে বার পৃষ্ঠার সাদা রেজুলেশন খাতায় অভিভাবক সদস্যদের স্বাক্ষর গ্রহণ করে নেন। পরে আমরা জানতে পারি বিগত দুই মাস পূর্বে তারা তিনজন কর্মচারী প্রায় পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করেন। তাদের বেতন ভাতাদির সকল কাগজপত্র গোপনে ডিজিতে প্রেরণ করেছে যা কোন সদস্যরা জানেন না। এমনকি তারা এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি কোন স্থানীয় বা জাতীয় পত্রিকায় প্রকাশিত করেন নাই। এ ঘটনায় অত্র গ্রামের জনসাধারণের মধ্যে ব‍্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং যেকোনো মুহূর্তে ঘটনাটি ব‍্যাপক আকার ধারণ করতে পারে। এতে করে বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যা বিদ‍্যালয়টির বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে বলে এলাকাবাসি ধারণা করছেন। এমতাবস্থায় এলাকার সচেতন জনসাধারণ এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে প্রশাসনের নিকট দোষী ব‍্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণে মানববন্ধনের মাধ্যমে দাবী জানিয়েছেন।

এসময় মানববন্ধনে অংশ নেন অত্র প্রতিষ্টানের দাতা সদস্যদের পরিবার হতে আনিছুর রহমান,  আব্দুল মান্নান, মাসুদ রানা, জহুরুল ইসলাম কানন, অত্র প্রতিষ্টানের সাবেক সভাপতি রেজাউল করিম তোতা, মাদলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আজিজার রহমান, অভিভাবক সদস্য আব্দুল কাদের, শিক্ষক প্রতিনিধি আইয়ুব আলী সহ অত্র এলাকার শতাধিক সচেতন ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিষয়ে অত্র প্রতিষ্টানের সভাপতি হাসিবুর রহমান বাদল জানান, আমার উপর আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মিথ্যা যা সম্পূর্ণ বানোয়াট। নিয়োগের ব‍্যাপারে প্রতিষ্টানের সকল নিয়মকানুন মেনে বৈধভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন