
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ (ইনু) বগুড়া জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন (নৌকা) প্রতিক নিয়ে ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য (সংস্কারপন্থী বিএনপি নেতা) স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা ঈগল প্রতিকে পেয়েছেন, ৪০হাজার ৬১৮ ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) এই আসনে নির্বাচনে ৬জন প্রার্থী অংশ গ্রহণ করেছিলেন। এরমধ্যে জামানত হারিয়েছে ৪জন প্রার্থী তারা হলেন, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফারুক (নাঙ্গল) প্রতিকে তিনি ৮২৬ ভোট পান। গণতন্ত্রপার্টি মনোনিত প্রার্থী মনজুরুল আলম (কবুতর) প্রতিকে ১হাজার ১৯৫ ভোট পান। কংগ্রেস পার্টির মনোনিত প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম (ডাব) প্রতিকে তিনি ২হাজার ১৭৫ ভোট পান। সতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোশফিকুর রহমান কাজল (ট্রাক) প্রতিকে ৬হাজার ১শ ৭৮ ভোট পান। বগুড়া-৪ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩লক্ষ ৪৪ হাজার ৫১৪ জন। এরমধ্যে মহিলা ১লক্ষ ৭৩ হাজার ১৭১ জন, পুরুষ ভোটার ১লক্ষ ৭১ হাজার ৩৩৭ জন,তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৬জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন