
বগুড়া গাবতলী নারুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত্যু গেন্দা মোল্লার ছেলে ইসমাইল হোসেন মোল্লা (৮২) গত ৯ই জানুয়ারী মঙ্গলবার ঢাকা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ্য জনিত কারনে ঢাকা সরওয়ারর্দী হাসপাতালে মৃত্যু বরণ করেছে। উক্ত ব্যক্তি সকালে অসুস্থ্য অনুভব করলে কাশিমপুর কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য ঢাকা সরওয়ারর্দী হাসপাতালে তাকে ভর্তি করে। বিকাল তিনটার সময় ইসমাইল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পারিবারিক সূত্রে এই সংবাদ নিশ্চিত করেন এবং জানায়,ইসমাইলের মেয়ে জামাই আব্দুর রশিদ মোল্লা। তিনি একই গ্রামের ইয়াসিন হত্যা মামলার আসামী ছিলেন।এছাড়াও তিনি চার বছর ধরে আদালতের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ঢাকা কাশিমপুর কারাগারে ছিলেন বলে জানা যায়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন