রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত | Daily Chandni Bazar রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৪ ২৩:২৫
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে এমপি সাফারি বাসের সাথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সোয়া ১০ টার দিকে তাহেরপুর থেকে এমপি সাফারি (রাজঃ মেট্রো ব ১১-০০৯২) নামক বাসটি পুঠিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর বাইকে থাকা দুইজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন পুঠিয়ার তেতুলিয়া এলাকার আক্কাস আলীর ছেলে মহব্বত আলী (২৫) এবং জেকের আলীর ছেলে আবু সাঈদ (২২)।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই দুইজন মারা যান। তবে মোটরসাইকেল আরোহীরাই দ্রুত গতিতে থাকার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকার ভেতর ঢুকে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তারা দু'জনেই মারা যান। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন