নন্দীগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা ও শোভাযাত্রা | Daily Chandni Bazar নন্দীগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা ও শোভাযাত্রা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৪ ২১:৫০
নন্দীগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা ও শোভাযাত্রা
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-

নন্দীগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা ও শোভাযাত্রা

বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোভাযাত্রা করা হয়েছে। গতকাল বুধবার শোভাযাত্রা শেষে পৌর সদরের বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সহ সভাপতি সরফুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল মিঞা, গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির প্রমুখ। অপরদিকে এদিন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল, পৌর আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন হানিফ, শাহজাহান আলী, মিজানুর রহমান মিজান, দুলাল হোসেন প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন