
বগুড়ার শিবগঞ্জে রিট্যান্ডারের মাধ্যমে ২য় পর্যায়ে গণপূর্ত বিভাগের শিবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল মসজিদ ও পাঠাগার এর নির্মাণকাজ ১১ কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকায় নির্মাণ কাজ ৭ বৎসর পর পুনরায় টেন্ডারের মাধ্যমে শুরু হয়েছে। নির্মানকাজটি পুনরায় শুরু হওয়ায় স্থানীয় ধর্মপ্রান মুসল্লীদের দীর্ঘদিনের একটি চাহিদা পুরণ হলো। নির্মাণ কাজটি শুরু হওয়ায় ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা দেশরতœ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজটি পুনরায় সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে ২য় পর্যায়ে মডেল মসজিদটির নির্মাণ কাজ উদ্ভোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। বুধবার মসজিদ ভবনটির ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন সহকারি কমিশনার ভূমি মোঃ তাসনিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন গণপুর্ত বিভাগের সুপারডেন্ট নির্বাহী প্রকৌশলী আবু নাছের চৌধুরী, নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার কবির। আরো উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া টুকুল ও উপ-সহকারি প্রকৌশলী নাজমুল হক, এসও রেজাউল করিম, কার্যসহকারি মাহমুদুল নবী।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন