গাবতলীতে সেচ মেশিন ঘরে জোরপূর্বক তালাবদ্ধ করে পাইপ ভাঙচুর | Daily Chandni Bazar গাবতলীতে সেচ মেশিন ঘরে জোরপূর্বক তালাবদ্ধ করে পাইপ ভাঙচুর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৪ ২৩:১২
গাবতলীতে সেচ মেশিন ঘরে জোরপূর্বক তালাবদ্ধ করে পাইপ ভাঙচুর
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে সেচ 
মেশিন ঘরে জোরপূর্বক তালাবদ্ধ করে পাইপ ভাঙচুর

বগুড়ার গাবতলীতে এক সেচ মেশিনঘর জোরপূর্বক তালাবদ্ধ করে পাইপ ভাঙচুর করা হয়েছে মর্মে অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাহাটা উত্তরপাড়া গ্রামে। 
   থানায় লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, উল্লেখিত দূর্গাহাটা উত্তরপাড়া গ্রামের ঘোতা ফকিরের ছেলে ইন্তেজার ফকির (৪০) দূর্গাহাটা মৌজায় পল্লী  বিদ্যুতের লাইন নিয়ে সেচ লাইসেন্স নিয়ে দীর্ঘদিন থেকে সেচকার্য পরিচালনা করে আসছে। কিন্তু গত ১৩জানুয়ারী সকাল ৬টায় একই গ্রামের কতিপয় ব্যক্তি ওই সেচ মেশিনঘর জোরপূর্বক তালাবদ্ধ করে এবং পাইপ ভাঙচুর করে। পরে ইন্তেজার ফকিরের আওতাধীন জমিগুলোতে জোরপূর্বক সেচের পানি দেয়। এ বিষয়ে বাধা দিলে ইন্তেজার ফকিরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় ইন্তেজার ফকির বাদী হয়ে দূর্গাহাটা উত্তরপাড়া গ্রামের লাল মিয়া, লায়েব আলী, কাইয়ুম হোসেন ও রেজাউল ইসলামকে অভিযুক্ত করে গতকাল রোববার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে থানার কর্তব্যরত ডিউটি অফিসার এস আই শামীম এবং অভিযোগের তদন্তকারী অফিসার এ.এস.আই ত্রিদিপ বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন