দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই অটো রাইচমিলের ৪০হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই অটো রাইচমিলের ৪০হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৪ ২৩:৩২
দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই অটো রাইচমিলের ৪০হাজার টাকা জরিমানা
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই অটো রাইচমিলের ৪০হাজার টাকা জরিমানা

বাজার মনিটরিং এর আওতায় চালের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ১৭জানুয়ারি বুধবার দুপুরে দুপচাঁচিয়ায় অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযান পরিচালনার সময় পাটজাত বস্তায় চাল সরবরাহ না করে পাস্টিকের বস্তায় চাল সরবরাহের অপরাধে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে পণ্যপাটজাত মোড়ক বাধ্যতামূলক আইন ২০১০সালের ৪এর ১০ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স খান অটোরাইচ মিলের ২০হাজার টাকা ও মেসার্স গৌরব অটোরাইচ মিলের ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে চালের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়। এ অভিযান পরিচালনা করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, থানার এসআই পলাশ চন্দ্র অধিকারী, খাদ্য পরিদর্শক কৃষ্ণপদ বর্মণ প্রমুখ।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন