শিবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতে মেসার্স রবিউল অটো রাইস মিলের জরিমানা | Daily Chandni Bazar শিবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতে মেসার্স রবিউল অটো রাইস মিলের জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৪ ২৩:৪৩
শিবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতে মেসার্স রবিউল অটো রাইস মিলের জরিমানা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

শিবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতে
মেসার্স রবিউল অটো রাইস মিলের জরিমানা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আমন মৌসুমের ধান কাটা-মাড়াই শুরু হয়েছে ডিসেম্বরের শুরুতেই। বাজারে সরবরাহও স্বাভাবিক। তবু বাজারে চালের দামে এর কোনো প্রভাব নেই। উল্টো দুই সপ্তাহ ধরে চালের মোকাম, পাইকারি ও খুচরা বাজারে দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মাত্র ১০ দিনের ব্যবধানে বিভিন্ন পর্যায়ে চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত। অথচ এবার সর্বোচ্চ ধান উৎপাদনের কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আকস্মিক মূল্যবৃদ্ধিতে ক্রেতারা বিস্ময় ও ক্ষোভের পাশাপাশি অসহায়ত্বের কথা বলছেন, আর বিক্রি-বাট্রা কমে যাওয়ার কথা জানাচ্ছেন খুচরা দোকানিরা। তারা অসময়ে চালের দাম বেড়ে যাওয়ার জন্য চালকল মালিকদের দুষছেন। অন্যদিকে চালকল মালিকরা বাজারে ধানের সরবরাহ কমে যাওয়া এবং দাম বেড়ে যাওয়ার কথা বলছেন। এম প্রোক্ষাপটে চালের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে গোপন অভিযানে ঘোষণা দিয়েছেন খাদ্য অধিদপ্তর। এর প্রেক্ষিতে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার শিবগঞ্জ সদর ইউনিয়নে মেসার্স রবিউল অটো রাইস মিলের গুদামে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  ভ্রাম্যমান অভিযানে গুদামে সরকারি বরাদ্দ অনুযায়ী চাল মজুদ থাকায় আইনগত ব্যবস্থা না নিয়ে অন্য ধারায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় মেসার্স রবিউল অটো রাইস মিলের স্বত্ত্বাধীকারী মোঃ রবিউল ইসলামের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার সরকার, ঢাকা কেন্দ্রীয় অটো হাজকিং রাইস মিলস্ এর দপ্তর সম্পাদক ও বগুড়া জেলার সাধারণ সম্পাদ এবং উপজেলা চাউল কল মালিক সমিতি সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন