বাংলাদেশের আর্থিক খাতের কাজ চীন এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি বলেন, চীনের কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান অর্থমন্ত্রী আমাদের পুরোনো বন্ধু। তিনি আগে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনো আমাদের সম্পর্ক এগিয়ে নিয়েছেন।
রোববার নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত।
চীনের অর্থছাড় এত ধীরগতির কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক আলোচনা করে উভয়ের লাভের জন্যই কাজ করি। বাংলাদেশের আর্থিক খাতের কাজ এগিয়ে নেওয়ার জন্য বর্তমান অর্থমন্ত্রীর সঙ্গে কাজ করবো।
এসময় অর্থমন্ত্রী বলেন, আমি চীনে অনেকবার গিয়েছি। দেখা যাক কি করা যায়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন