শাজাহানপুরে প্রতিপক্ষর সাথে বিরেুাধের জেরে চলাচলের পথে দিল বাঁশের বেড়া | Daily Chandni Bazar শাজাহানপুরে প্রতিপক্ষর সাথে বিরেুাধের জেরে চলাচলের পথে দিল বাঁশের বেড়া | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৪ ২২:৫৬
শাজাহানপুরে প্রতিপক্ষর সাথে বিরেুাধের জেরে চলাচলের পথে দিল বাঁশের বেড়া
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শাজাহানপুরে প্রতিপক্ষর সাথে বিরেুাধের
জেরে চলাচলের পথে দিল বাঁশের বেড়া

বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের সাথে বিরেুাধে জেরে চলাচলের পথে বাঁশের বেড়া দিল তোফাজ্জল হোসেন ওরফে আঙ্গুর সরকার(৫০) নামের এক ব্যক্তি। সে উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম চকভালী সরকার পাড়া গ্রামের তজোম্মল হোসেনের ছেলে।

দেখাগেছে, প্রতিবেশি মো. শাহীন আলমও পাশের বাড়ির লোকজন সেখান দিয়ে  চলাচল করে। কিন্তু আঙ্গুর হোসেন তাদের পায়ে চলাচলের জন্য এক হাত পরিমান জায়গা রেখে বাঁশে বাতা তৈরি করে বেড়া দেবার কাজ করছেন। ইতিপুর্বেও সে বেড়াটি দিয়ে একেবারেই পথ বন্ধ করিয়ে দিয়েছিল বলে প্রতিবেশিরা জানান। তারা আরও জানান অনেক দিন আগে থেকে তাদের দুইজনের মাঝে বিরেুাধ চলছিল এবং তাদের মধ্যে ঝগড়া বিবাদ ও মারামারি ঘটনা ঘটেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান এর কাছে জানানো হলে রাস্তাটি মাঝে বেড়া না দিবার জন্য বলা হলেও সে কাহারো কোন কথা মানছে না।
আঙ্গুর হোসেন সরকার জানান, প্রতিবেশির চলাচলের জন্য দেড়ফিট রাস্তা ছেড়ে দিয়েছি অপর জমির মালিক যদি দেড়ফিট ছেড়ে দেয় তাহালেই তো ওরা সুন্দর করে চলাচল করতে পারে। সেখানে কাহারো কোন আপত্তি থাকবেনা। কিন্তু দ:খের বিষয় হল আমি কেন একাই দিচ্ছি।
এবিষয়ে ওই ওয়ার্ডে জনপ্রতিনিধি জিয়াউর রহমানের সঙ্গে মূঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বিষয়টি জেনেছি। তবে এখও কোন ব্যবস্থা নিতে পারিনি। সরকারি আমিন নিয়ে এসে মাপযোগ করে তার পরে ব্যবস্থা নেওয়া হবে।
খরনা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাজেদুর রহমান সাহিন জানান আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন