দুপচাঁচিয়ায় অবৈধ আই সেন্টারের এক লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় অবৈধ আই সেন্টারের এক লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪ ২৩:২৫
দুপচাঁচিয়ায় অবৈধ আই সেন্টারের এক লাখ টাকা জরিমানা
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় অবৈধ আই সেন্টারের এক লাখ টাকা জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধভাবে মরিয়ম আই কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ১লাখ টাকা জরিমানা ও আগামী ২মাসের মধ্যে সকল বৈধ কাগজপত্র নিয়ে প্রতিষ্ঠান চালুর মুছলেকা নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ধারায় এ আদেশ প্রদান করেন। 
মঙ্গলবার ২৩জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি। এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, থানার এসআই রাসেল আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স। স্বাস্থ্য বিভাগের কোনো বৈধ কাগজপত্র ছাড়াই এবং চিকিৎসা সেবার পরিবেশ না থাকায় উপজেলা সদরের থানা রোডে অবস্থিত মরিয়ম আই কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এ জরিমানা আদায় করা হয়।   

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন