শেরপুরে বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে ৪ লাখ টাকা ছিনতাই | Daily Chandni Bazar শেরপুরে বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে ৪ লাখ টাকা ছিনতাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৪ ২২:৩৬
শেরপুরে বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে ৪ লাখ টাকা ছিনতাই
শেরপুর(বগুড়া)প্রতিনিধি-

শেরপুরে বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

বগুড়ার শেরপুরের জয়লা বটতলা বাজার এলাকায় বিকাশ ব্যবসায়ী মাহবুবুর রহমানের গলায় ছুরি ঠেকিয়ে প্রায় ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারী রাতে) এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যানী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে জয়লা বটতলা এলাকায় বিকাশ ও এজেন্ট ব্যাংকিং এর ব্যবসা করে আসছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির দিকে ফেরার পথিমধ্যে একদল ছিনতাইকারী তার পথরোধ করে মাথায় সজোরে আঘাত করে। এতে মাহবুব মাটিতে পড়ে যায়। পরে তাদের হাত থেকে ছোটার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার গলায় ছুরি ঠেকিয়ে কাছে থাকা ব্যবসার প্রায় ৪ লাখ টাকা ও একটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী মাহবুব কে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা নুরুল ইসলাম বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচার্জ মো: রেজাউল করিম রেজা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন