ধুনটে ফসলী জমি থেকে মাটি বিক্রির অভিযোগ | Daily Chandni Bazar ধুনটে ফসলী জমি থেকে মাটি বিক্রির অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৪ ২৩:৩২
ধুনটে ফসলী জমি থেকে মাটি বিক্রির অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে ফসলী জমি থেকে মাটি বিক্রির অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগিগাঁতী গ্রামের ফসলী জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি বিক্রি করা হচ্ছে। এতে আশপাশের ফসলী জমি ভাঙ্গনের কবলে পড়েছে। এবিষয়ে রবিবার যুগিগাঁতী, তেলিগাঁতী ও নাগেশ^রগাঁতী গ্রামের ভূমি মালিকেরা ধুনট এসিল্যান্ড অফিসে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও সরেজমিন জানাগেছে, যুগিগাঁতী গ্রামের হাবিবুর রহমান, আব্দুল মান্নান, রুদ্রবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেন ও চালাপাড়া গ্রামের তোতা মিয়া ভেকু মেশিন দিয়ে যুগিগাঁতী গ্রামের ফসলী জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন। গভীর গর্ত করে মাটি বিক্রি করায় প্রতিবেশি মেহেদী হাসান, খলিল মল্লিক ও ফটিক সহ অনেক কৃষকের জমি ভাঙ্গনের কবলে পড়েছে। এছাড়া মাটি বিক্রির ট্রাকগুলো নির্বিগ্নে চলাচলা করায় গ্রামীণ রাস্তা ভেঙ্গে জনদূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। এবিষয়ে যুগিগাঁতী, তেলিগাঁতী ও নাগেশ^রগাঁতী গ্রামের ভূমি মালিকের পক্ষে মেহদী হাসান অবৈধভাবে মাটি বিক্রি বন্ধ করতে ধুনট এসিল্যান্ড অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে শুধু যুগিগাঁতি গ্রামেই নয়, একইভাবে বিশ^হরিগাছা-ফড়িংহাটা সহ বিভিন্ন গ্রামগঞ্জের ফসলী জমিই এখন ভূমিদস্যুদের দখলে রয়েছে। মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালিয়ে জরিমানাসহ মালামাল জব্দ করলেও আবারো সক্রীয় হয়ে ওঠে ভূমিদস্যুরা।

এবিষয়ে মাটি ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, আমার জমিতে পুকুর খনন করছি। এতে কারো ক্ষতি হচ্ছে না বলে দাবি করেন তিনি।

এব্যাপারে ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন বলেন, অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন