আদমদীঘিতে নারী গ্রাহকের ৬০ হাজার টাকা নিয়ে চম্পট | Daily Chandni Bazar আদমদীঘিতে নারী গ্রাহকের ৬০ হাজার টাকা নিয়ে চম্পট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৪ ২৩:৪৩
আদমদীঘিতে নারী গ্রাহকের ৬০ হাজার টাকা নিয়ে চম্পট
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

আদমদীঘিতে নারী গ্রাহকের ৬০ হাজার টাকা নিয়ে চম্পট

বগুড়ার আদমদীঘিতে এক নারীর ৬০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে প্রতারক চক্র। গতকাল রবিবার সকাল ১১ টায় উপজেলা সদরের কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কেশরতা গ্রামের নার্গিস বেগম বেলা সাড়ে ১০ টায় আদমদীঘি সোনালী ব্যাংক শাখা হতে ৬০ হাজার টাকা উত্তোলন করে আদমদীঘি মাছ বাজারের দিকে যায়। মাছ বাজারে যাওয়ার সময় কাঁচা বাজার এলাকায় পৌছলে জনৈক পাতিলের দোকানের সামনে একটু ভিড় থাকায় প্রতারক চক্রটি ওই সময় তার ভেনিটি ব্যাগ হতে ৬০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। কিছুক্ষন পর ওই নারী তার ভেনিটি ব্যাগ তল্লাশী করে দেখে ব্যাগে টাকা নাই। 
ভুক্তভোগী ওই নারী নার্গিস বেগম জানান, আমি সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় আদমদীঘি সোনালী ব্যাংকে এসে ৬০ হাজার টাকা উত্তোলন করি। কিন্তু আমার পিছনে পিছনে আরোও দুই নারী ব্যাংকে উঠে আসে। আমি টাকা উত্তোলনের পর ব্যাংক থেকে নেমে কাঁচা বাজারের ভিতর দিয়ে মাছ বাজারের দিকে যাওয়ার সময় জনৈক পাতিলের দোকানের সামনে লোকজনের ভির থাকায় আমার অজান্তে ভেনিটি ব্যাগ হতে ৬০ হাজার টাকা তুলে নেয় প্রতারক চক্র। তবে ওই দুই নারী আমার পিছনে পিছনে কাঁচা বাজারেও গিয়েছে। 
সোনালী ব্যাংক আদমদীঘি শাখার ব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, প্রতারকের খপ্পরে পড়ে গ্রাহকের টাকা ব্যাংকের বাহিরে খোয়ানোর বিষয়টি তিনি শুনেছেন। আমরা ব্যাংকে থাকা সিসি টিভি ফুটেজ চেক করে গ্রাহকের বর্ণনা অনুযায়ী ওই দুই নারীকে দেখা যায়। 
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এব্যাপারে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রতারককে শনাক্ত করার চেষ্টা চলছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন