ধুনটে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন | Daily Chandni Bazar ধুনটে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৪ ২২:০৪
ধুনটে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন
অনলাইন ডেস্ক

ধুনটে যৌতুকের দাবিতে
গৃহবধুকে নির্যাতন

বগুড়ার ধুনটে যৌতুকের দাবিতে ফরিদা পারভিন মরিয়ম (২৭) নামে এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও ভাসুরের বিরুদ্ধে। নির্যাতিত ওই গৃহবধু ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) রাতে এঘটনার বিচার চেয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন মরিয়ম।

অভিযোগসূত্রে জানাযায়, বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে শহিদুল ইসলামের সঙ্গে গত ৩ বছর আগে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের নুরুল ইসলামের মেয়ে ফরিদা পরভিন মরিয়মের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে শহিদুল ইসলাম কোন কর্ম না করে যৌতুকের জন্য মরিয়মকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। 

একপর্যায়ে নিরুপায় হয়ে মরিয়মের বাবা নুরুল ইসলাম এনজিও থেকে ঋন নিয়ে ২ লাখ টাকা জামাই শহিদুলকে যৌতুক প্রদান করে। কিন্তু এরপরও খ্যান্ত হয়নি জামাই শহিদুল। গত এক মাস আগে আবারো টাকার জন্য শহিদুল তার স্ত্রী মরিয়মকে নির্যাতন করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে শহিদুল তার স্ত্রীকে বাড়ি ফিরে নিয়ে আসেন।

কিন্তু যৌতুকের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় গত ২৭ জানুয়ারি শহিদুল, তার ভাই শাহিন ইসলাম ও স্ত্রী রাবেয়া খাতুন ওই গৃহবধুকে আবারো অমানুষিকভাবে নির্যাতন করে। পরে সংবাদ পেয়ে গৃহবধু মরিয়মের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, গৃহবধুকে নির্যাতনের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন