সৈয়দ আহম্মদ কলেজ রাজশাহী অঞ্চলের মধ্য পারফরম্যান্সে আবারো প্রথম | Daily Chandni Bazar সৈয়দ আহম্মদ কলেজ রাজশাহী অঞ্চলের মধ্য পারফরম্যান্সে আবারো প্রথম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৪ ২২:২২
সৈয়দ আহম্মদ কলেজ রাজশাহী অঞ্চলের মধ্য পারফরম্যান্সে আবারো প্রথম
সুখানপুকুর (বগুড়া) প্রতিনিধি ঃ

সৈয়দ আহম্মদ কলেজ রাজশাহী অঞ্চলের মধ্য পারফরম্যান্সে আবারো প্রথম

বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরম্যান্স র‌্যাঙ্কিং ২০১৮ এর ফলাফলে আবারো রাজশাহী অঞ্চলে বেসরকারী কলেজের মধ্য ১ম স্থান অর্জন করেছে। গত ২৯ জানুয়ারী সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলেজ পারফরমেন্স র‌্যাঙ্কিং এর আর্থিক প্রণোদনা ও সনদ পত্র গ্রহণ করেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো: সাইদুজ্জামান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাঙ্কিং ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সাল সহ ধারাবাহিক ভাবে রাজশাহী অঞ্চলের বেসরকারী কলেজের মধ্য ১ম স্থান গৌরব অর্জন করেছে সৈয়দ আহম্মদ কলেজ। এ সাফল্য অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সৈয়দ আহম্মদ কলেজ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ মো: সাইদুজ্জামান।
এলাকাবাসী ও শিক্ষা অনুরগীরা জানিয়েছেন, কলেজের প্রতিষ্ঠাতা ও পূর্বে যারা নেতৃত্বে ছিলেন এবং বর্তমান গভর্নিং বডির সভাপতি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম ও অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান এর দক্ষ পরিচালনা ও অক্লান্ত পরিশ্রমে কলেজকে অনেক ধাপ এগিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন