নন্দীগ্রামে পুকুর খননকালে মূর্তি উদ্ধার | Daily Chandni Bazar নন্দীগ্রামে পুকুর খননকালে মূর্তি উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৪ ২২:২৩
নন্দীগ্রামে পুকুর খননকালে মূর্তি উদ্ধার
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-

নন্দীগ্রামে পুকুর খননকালে মূর্তি উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে পাথরের একটি কালো মূর্তি উদ্ধার হয়েছে। বর্তমানে মূর্তিটি নন্দীগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে। জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের সিরাজুল ইসলামের পুকুর ভেকু দিয়ে খননকালে সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মূর্তিটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে মূর্তিটি  উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসআই শরিফুল ইসলাম জানান, মূর্তিটির ওজন ২০ কেজি ২০০ গ্রাম। স্থানীয়রা জানান, ইতোপূর্বেও ওই পুকুর  সংস্কারকালে আরো একটি মূর্তি পাওয়া গিয়েছিলো। ধারণা করা হচ্ছে, প্রাচীনকালে সনাতন ধর্মাবলম্বীরা উক্ত পুকুরে মূর্তি বিসর্জন দিয়ছিলো। সেই মূর্তি পুকুর সংস্কার-খননকালে পাওয়া যায়। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, একটি কালো রঙ্গের পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে  তবে এটা কি পাথরের মূর্তি  পরিক্ষা না করা প্রর্যন্ত বলা যাচ্ছেনা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন