নন্দীগ্রামে ইউএনওর আদেশ অমান্য করে বাড়ি নির্মাণ কাজে বাধা | Daily Chandni Bazar নন্দীগ্রামে ইউএনওর আদেশ অমান্য করে বাড়ি নির্মাণ কাজে বাধা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:৩৮
নন্দীগ্রামে ইউএনওর আদেশ অমান্য করে বাড়ি নির্মাণ কাজে বাধা
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-

নন্দীগ্রামে ইউএনওর আদেশ অমান্য করে বাড়ি নির্মাণ কাজে বাধা

বগুড়ার নন্দীগ্রামে ইউএনওর আদেশ অমান্য করে বাড়ি নির্মাণ কাজে বাধা প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্য জানা গেছে নন্দীগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের  মৃত আত্তাবের ছেলে আবু হানিফ তার বাবার আর এস ভুক্ত খতিয়ানের সাড়ে ৩শতক জায়গার উপর পাকা ঘর নির্মাণ করে টিনের ছাউনি দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। বর্তমানে নিজ প্রয়োজনে আবু হানিফ টিনের ছাউনি নামিয়ে ছাদ দেওয়ার জন্য সকল কাজ সম্পূর্ণ করেন। এমতবস্থায় হঠাৎ করেই প্রতিবেশি আব্দুল ওয়াহেদ টুকু নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে, বাধা পেরিয়ে হানিফ নির্মাণ কাজ করতে গেলে টুকু উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির গত ২১ফেব্রুয়ারি উভয় পক্ষকে ডাকেন। উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে হানিফকে ঘর করতে বাধা নেই মর্মে মৌখিক ভাবে নির্মাণ কাজ চালিয়ে যেতে বলেন বলে এই প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন  আবু হানিফ। অপরদিকে  আব্দুল ওয়াহেদ টুকুর সাথে কথা বললে তিনি জানান, আবু হানিফের বাড়ির সাদ আমার বাড়ির যায়গার উপরে এসেছে বিধাই আমি নির্মাণ কাজে বাধা প্রদান করেছি এবং আইনের আশ্রয় নিয়েছি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন