বুড়িগঞ্জে কবলা জমির জবরদখল নিয়ে সরিষার ক্ষেত নষ্ট করার অভিযোগ | Daily Chandni Bazar বুড়িগঞ্জে কবলা জমির জবরদখল নিয়ে সরিষার ক্ষেত নষ্ট করার অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:১২
বুড়িগঞ্জে কবলা জমির জবরদখল নিয়ে সরিষার ক্ষেত নষ্ট করার অভিযোগ
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

বুড়িগঞ্জে কবলা জমির জবরদখল নিয়ে
সরিষার ক্ষেত নষ্ট করার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে কবলা জমির জবরদখল নিয়ে সরিষা ক্ষেত নষ্ট করার অভিয়োগ।
বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামের মতিয়ার রহমান, গতকাল শনিবার বিকালে জানান, পঞ্চদাস মৌজায় মাঠে তার ২৮ শতক কবলা জমি নিজ নামিও খারিজ করা। উক্ত জমিতে সরিষা চায় করছেন। উক্ত জমি জবরদখল করার জন্য শনিবার সকাল ১১টায় একই ইউপির সোনাপুরা গ্রামের মৃত খালেক মন্ডলের পুত্র রফিকুল ইসলাম ও আব্দুল ওহাব মিলিত হয়ে সরিষার ক্ষেত নষ্ট করেছে। সংবাদ পেয়ে জমির মালিক মতিয়ার রহমান জমিতে গেলে তারা কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ যে ইতিপূর্বে ফসল নষ্ট করার অভিযোগে তাদের বিরুদ্ধে বগুড়ার  আদালতে মামলা দায়ের করেছে যা বিচারাধীন আছেন। মামলা নং-৪১৪ বলে জানান। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন