গাবতলীতে জোরপূর্বক জমি জবর দখলের চেষ্টা | Daily Chandni Bazar গাবতলীতে জোরপূর্বক জমি জবর দখলের চেষ্টা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:১১
গাবতলীতে জোরপূর্বক জমি জবর দখলের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক

গাবতলীতে জোরপূর্বক
জমি জবর দখলের
চেষ্টা

বগুড়ার গাবতলীতে অবৈধভাবে জমির মালিকানা দাবী করে জোরপূর্বক গাছপালা কর্তন,  মারপিট ও বাউন্ডারী বেড়া নির্মাণ করার চেষ্টার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৭জানুয়ারী বিকেল ৩টায় উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কেশবেরপাড়া গ্রামে।  
জানা গেছে, উল্লেখিত কেশবেরপাড়া গ্রামের মৃত মোহাম্মাদ আলী প্রাং এর ছেলে রেজাউল করিম শ্যামল (৪৬) পৈত্রিকসুত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছে। কিন্তু একই গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে ওই জমির মালিকানা দাবী করে গত ১৭জানুয়ারী বিকেল ৩টায় বিভিন্ন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমি দখলের উদ্দেশ্যে প্রবেশ করে। এরপর তারা গাছপালা কেটে ফেলে এবং বাউন্ডারী বেড়া নির্মাণের চেষ্টা করে। এ সময় বাধা দিলে রেজাউল করিম শ্যামলকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় রেজাউল করিম শ্যামল বাদী হয়ে কেশবেরপাড়া গ্রামের লিটন, স্মৃতি বেগম, রমজান আলী, আ: কুদ্দুস, মোস্তা, মুনজিলা বেগম ও পপির নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন