বগুড়ার ধুনটে ভুট্টা ক্ষেতে এক গৃহবধুকে (৩৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় শাহআলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃত আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী শাহআলম ধুনট উপজেলার শাকদহ গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
মামলাসূত্রে জানাগেছে, শাকদহ গ্রামের ওই গৃহবধুর স্বামী নারায়নগঞ্জের একটি কোম্পানীতে ড্রাইভারের চাকুরি করে। সেই সুবাদে সে তার ছেলে-মেয়ে নিয়ে বাড়িতেই বসবাস করেন। গত ২ ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে ওই গৃহবধু তার বাড়ির পাশে ভুট্টা ক্ষেতের ড্রেনের উপর ছাগল চরাতে যায়। এসময় একা পেয়ে শাহ আলম ওই গৃহবধুকে ড্রেনের উপর শোয়ায়ে তার স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করতে থাকে। তখন তার চিৎকারে প্রতিবেশি এক মহিলা এগিয়ে আসলে শাহআলম তার কাঁচি ফেলে দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় রবিবার রাতে ওই গৃহবধু বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন