দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:১৭
দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে  গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুদেব কু-ুর পরিচালনায় এক পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক, সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হারেজ উদ্দিন আহম্মেদ, দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, উপজেলা শিক্ষার মানউন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন। সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সহ স্কাউট প্রতিভা অন্বেষণে জাতীয় পর্যায়ে যুগ্মভাবে তৃতীয়স্থান অধিকারী দুজন শিক্ষার্থীর মাঝে বিদ্যালয়ের পক্ষ হতে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।   

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন