বগুড়ার গাবতলীতে মহিষাবান সরকারপাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সুপার আব্দুল কাদেরের বিভিন্ন মিথ্যাচারের সুষ্ঠু তদন্ত চেয়ে ইউএনও’ বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।
জানা গেছে, উক্ত মাদ্রাসায় গত ২০২৩সালের ২১ডিসেম্বর সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় মাদ্রাসা বোর্ড কর্তৃক ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়। এরপর থেকেই উক্ত কমিটি যথানিয়মে মাদ্রাসার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু মাদ্রাসার সুপার আ: কাদের নিজের বিভিন্ন অপকর্ম ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে এবং মাদ্রাসাকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে গাবতলী থানায় ও ইউএনও’র বরাবরে পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম গত ৫ফেব্রুয়ারী বেলা ১১টায় উভয়পক্ষকে ডাকা হলে অভিযোগকারী সুপার আ: কাদের ও সনি আহম্মেদ উপস্থিত হননি। সুপার আব্দুল কাদেরের ওইসব মিথ্যাচারের প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত হয়ে গাবতলীর ইউএনও নুসরাত জাহান বন্যার নিকট এই লিখিত অভিযোগটি দায়ের করেন। এ ব্যাপারে ইউএনও নুসরাত জাহান বন্যা বলেন, মাদ্রাসার সুপার এবং শিক্ষকদের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন