মহাদেবপুরে টয়লেট থেকে ডিভোর্সি নারীর গলাকাটা মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar মহাদেবপুরে টয়লেট থেকে ডিভোর্সি নারীর গলাকাটা মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:৩৭
মহাদেবপুরে টয়লেট থেকে ডিভোর্সি নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার

মহাদেবপুরে টয়লেট থেকে ডিভোর্সি
নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে টয়লেট থেকে এক ডিভোর্সি নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা শহরের মডেল উচ্চ বিদ্যালয় পাড়ার নিজ বাড়ি থেকে নার্গিস বেগম (৪২) নামে এক ডির্ভোসি নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে পুলিশ রক্ত মাখা একটি বটি উদ্ধার করেছে। নার্গিস বেগম মৃত নাসির উদ্দিনের কন্যা। নিহতের মা বিলকিস বেগম জানান, সোমবার দিবগত ভোর রাতে ফজরের নামাজ আদায় করে তিনি কোরান শরিফ পড়ছিলেন। এসময় তার মেয়ে নার্গিস প্রকৃতির ডাকে সারা দেয়ার কথা বলে টয়লেটে যায়। প্রকৃতির ডাকে সারা দিয়ে আসতে দেরি হওয়ায় তিনি তাকে খোঁজতে গিয়ে দেখে নার্গিসের গলাকাটা মরদেহ টয়লেটের ভিতরে পড়ে আছে। নার্গিসের বড় ভাই মোঃ বকুল হোসেন বলেন তার বোন মানসিক রোগী ছিলেন। স্থানীয় লোকজন জানান, গত তিন মাস আগে নার্সিসকে তার স্বামী আনোয়ার হোসেন ডির্ভোস দেয়। ডির্ভোস দেয়ার এক মাস পর উপজেলা শহরের ঘোষ পাড়ার বাসিন্দা স্বামী আনোয়ার হোসেনও মারা যায়। এটা হত্যা নাকি আত্মহত্যা এনিয়ে স্থানীয় জন মনে নানান প্রশ্ন উঠেছে। থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রুহুল আমিন জানান, এ ঘটনার তদন্ত চলছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন