মান্দায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ | Daily Chandni Bazar মান্দায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:৩৮
মান্দায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ

নওগাঁর মান্দায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা আসনের সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (পিএমইএটি) সহকারী পরিচালক তৌফিক এরফান, জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ শাহ্ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ম-ল, মান্দা মমিন শাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও একজন করে সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন