গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ সড়ক ও খালের ওপর ৮টি ব্রীজ নির্র্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রায় ২ কোটি ৩২ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে দুুর্র্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণে দুর্র্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এই নির্র্মাণ কাজের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উদ্বোধনের মধ্যদিয়ে উপজেলা হরিরামপুর ইউপি’র হাজির বাজার সড়কে, ঘরপুড়ি বাজারে, নাকাই ইউপির শিমুলতলী সড়কে, ডুমুরগাছা কদমতলী খালের উপর, মেঘারচর রাাস্তায়, খুকশিয়া সড়কে ও দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী চরপাড়া, বগুলাগাড়ী তালুুকদারবাড়ী খালের ওপর এই ব্রীজ গুলির নির্র্মাণ কাজ শুরু হবে। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্র্মকর্র্তা জিন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুুয়েল, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, সাবেক অর্র্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হান্নান আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, নাকাই ইউপি চেয়ারম্যান খ, ম, সাজু, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, হরিরামপুুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুল আমিন রিপন প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন