নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজে ২৮ মাসেই উন্নয়নের চমক দেখালেন ভারপ্রাপ্ত নারী অধ্যক্ষ মঞ্জুয়ারা | Daily Chandni Bazar নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজে ২৮ মাসেই উন্নয়নের চমক দেখালেন ভারপ্রাপ্ত নারী অধ্যক্ষ মঞ্জুয়ারা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:৪৩
নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজে ২৮ মাসেই উন্নয়নের চমক দেখালেন ভারপ্রাপ্ত নারী অধ্যক্ষ মঞ্জুয়ারা
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-

নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজে ২৮ মাসেই উন্নয়নের চমক দেখালেন ভারপ্রাপ্ত নারী অধ্যক্ষ মঞ্জুয়ারা

একজন ভারপ্রাপ্ত নারী অধ্যক্ষ হয়েও ২৮ মাসের ব্যবধানে উন্নয়নের ছোঁয়ায় বদলে দিয়েছেন মনসুর হোসেন ডিগ্রী কলেজের চিত্র। জানা গেছে বগুড়ার নন্দীগ্রামের ঐতিহ্যবাহী মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম অবসরের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ০৪/১০/২০২১ ইং তারিখে যোগদান করেন সহকারী অধ্যাপক মোছাঃ মঞ্জুয়ারা খাতুন। জাতীয়করণ থেকে বঞ্চিত ভঙ্গুরএ কলেজটিকে সততার সাথে থেকে অনেক কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতার ছোঁয়া লাগিয়েছেন তিনি কলেজটিতে। দীর্ঘ ২৮ মাস ধরে কলেজের উন্নয়নে প্রায় ১৮ লক্ষ টাকার কাজ করেছেন। তাঁর নিরলস পরিশ্রমে কলেজটি তার ঐতিহ্য ফিরে পেতে শুরু করেছে। যেমন দেখাচ্ছে কলেজের সুন্দর্য তেমনি বাড়িয়েছে শিক্ষার মান, তাঁর কার্যকালীন সময়ে তিনি  কমনরুম যুগপযোগী করণ, পূর্ব পাশের বিল্ডিং এর নিরাপত্তায় গ্রিল- করণ, বৈদ্যুতিক সংস্কার, কলেজ মসজিদ অজুখানা থেকে গ্যারেজ পর্যন্ত সংস্কার- রং করণ, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব বৃদ্ধি, মুজিব কর্নার নির্মাণ, অধ্যক্ষ ও শিক্ষক কমনরুম আধুনিকরণ, শিক্ষার্থীদের ইউনিফর্ম, শিক্ষার মান উন্নয়নসহ কলেজের সার্বিক উন্নয়নে যে কাজ করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে শিক্ষক ছাত্র/ছাত্রীসহ উপজেলা বাসীর কাছে।  কলেজের শিক্ষক ও কর্মচারী তাঁর এ উন্নয়নের প্রশংসা করে বলেন তাঁর মত ভারপ্রাপ্ত অধ্যক্ষ পেয়ে আমরা গর্বিত ছিলাম। তিনি একজন ভারপ্রাপ্ত নারী অধ্যক্ষ হয়ে যে ভাবে কলেজে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছে তা চির স্বরণীয় থাকবে। আমরা আশা করছি বর্তমান অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান তিনিও কলেজের সার্বিক উন্নয়নের এ ধারা অব্যাহত রাখবেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন